তাহিরপুরে এক শিশুর লাশ উদ্ধার
তাহিরপুর উপজেলার সীমান্ত এলাক থেকে হজরত আলী (১০) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার সীমান্ত সংলগ্ন ড্রাম্পেরবাজার এলাকার একটি ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। হজরত আলী উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন লাকমা (পূর্বপাড়া) গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
লাকমা গ্রামের ইউপি সদস্য সাফিল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গত দুদিন ধরে হজরত আলীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে ড্রাম্পেরবাজারের সামনে একটি ডোবায় ভাসমান অবস্থায় শিশুটির মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। তবে এর বেশি কিছু তিনি জানাতে পারেননি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান খাঁন জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।