দিরাইয়ে দুই দলের প্রার্থী ঘোষণা

দিরাই উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে।

শনিবার সন্ধ্যা সাতটায় উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাস্টার হাফিজুর রহমান তালুকদার, ভাইস চেয়ারম্যান পদে মোঃ গোলাপ মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছবি চৌধুরীর নাম ঘোষণা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী। এছাড়া গত ৩১ জানুয়ারি উপজেলা আওয়ামীলীগ স্থানীয় বালুর মাঠে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলতাব উদ্দিনকে চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক রঞ্জন রায়কে ভাইস চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করে পরিচয় করিয়ে দেন। এ সময় মহিলা ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়নি। তবে গতকাল শনিবার আওয়ামীলীগে সদ্য যোগদানকারী বীনা জয়নালকে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

x