ওয়াজ মাহফিলে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক ব্যক্তি
ছাতকে ইসলামের উপর আস্থাশীল হয়ে ওয়াজ মাহফিলে কালিমা পাঠ করে রশময় পাল (৬০) নামের এক লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
ধর্মান্তরিত হবার পর তার নাম রাখা হয়েছে আব্দুর রহমান। তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সদরপুর গ্রামের মৃত মতুর পাল ও সরাই রানী পালের পুত্র। ২৫বছর ধরে রশময় পাল স্বপরিবারে ছাতক উপজেলার ধারণ এলাকার নাদামপুর বসবাস করে আসছে। গত শুক্রবার স্থানীয় কাকুরা লতিফিয়া ইসলামি সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আল্লামা ফুলতলী (রহ)’র ইছালে ছোয়াব মাহফিল ও ইসলামি মহা সম্মেলনের সভাপতি ফুলতলী কামিল মাদরাসার প্রিন্সিপাল নজমুদ্দিন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলীর বক্তব্যের সময় মাহফিলে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণের অনুরোধ জানায় রশময় পাল।
মাহফিলে সকলের উপস্থিতিতে রশময় পাল পবিত্র কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্ম গ্রহনের পর তার নাম রাখা হয়েছে আব্দুর রহমান। অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারতের চব্বিশ পরগনা থেকে আগত মাওলানা আবুল কালাম আজাদ। ধর্মান্তরিত আব্দুর রহমান বর্তমানে কাকুরা লতিফিয়া ইসলামি সমাজ কল্যাণ যুব সংঘের হেফাজতে রয়েছেন।