ছাতকে সিক্স এ সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন
ছাতকের ইয়ং বয়েজ ক্রিকেটক্লাব শ্রীনগর’র উদ্যোগে ২য় সিক্স সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে শ্রীনগর গ্রামের মাঠে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছাতক উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এমরান আহমদ।
ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন যুবদল সভাপতি দিদার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান এমরান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুবদল নেতা সাদ মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মতিউর রহমান রুমান, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল-মুমিন, আমিনুর রহমান জুয়েল, হেলাল আহমদ, আব্দুল হান্নান, আতিকুর রহমান আতিক, নুর আলী, রশিদ আহমদ, নুরুজ্জামান, রুবেল মিয়া, আব্দুল্লাহ, সোহাগ মিয়া প্রমুখ।
উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেন আব্দুল মান্নান, সাজ্জাদুর রহমান সাজু, জগলু হাসান ও রইছ উদ্দিন লিকসন। ইয়ং বয়েজ ক্রিকেটক্লাব শ্রীনগর ও চমক স্মৃতি একাদশ গন্ধর্বপুরের মধ্যে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে ইয়ং বয়েজ ক্রিকেটক্লাব বিজয়ী হয়েছে।