ছাতকে টোব্যাকো কোম্পানির ২২ লাখ টাকা ছিনতাই

সুনামগঞ্জের ছাতক পৌরশহরে মৌলা বক্স-করিম বক্স টোব্যাকো কোম্পানির ২২ লাখ টাকা ছিনতাই হয়েছে।

রোববার বেলা ১১টায় বাসস্ট্যান্ড সংলগ্ন ডাচ বাংলা ব্যাংকের সামনে বৃটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানির এ টাকা ছিনতাই হয়।

এ সময় বাধা দিতে গিয়ে মৌলা বক্স-করিম বক্স কোম্পানির সহকারী ব্যবস্থাপক পিন্টু ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মৌলা বক্স-করিম বক্স টোব্যাকোর ব্যবস্থাপক মোশারফকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৌলা বক্স-করিম বক্স কোম্পানির ব্যবস্থাপক মোশারফ হোসেন ও সহকারী ব্যবস্থাপক পিন্টু দাস সকাল টাকা জমা দিতে রিকশাযোগে ডাচ বাংলা ব্যাংকে যাচ্ছিলেন।

ব্যাংকের কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা তিন যুবক তাদের ওপর হামলা চালায়। এ সময় ছিনতাইকারীরা পিন্টুর হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। বাধা দিতে গেলে সহকারী ব্যবস্থাপক পিন্টুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা। পরে টাকা নিয়ে সিনজিচালিত অটোরিকশাযোগে পালিয়ে যায় ‍তারা।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

x