বাসসের এমডি হলেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়। সচিব পদমর্যাদায় আবুল কালাম আজাদকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দেয়া হয়েছে।
সাংবাদিক আবুল কালাম আজাদ ২০০৯-২০১৪ সালের ২৭ জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেসসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার ছিলেন। এরপর তিনি ২০০২ সালে দেশে ফিরে আওয়ামী লীগ সভনেত্রী ও সংসদে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার প্রেসসচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। একটানা দলীয় সভানেত্রীর প্রেসসচিবের দায়িত্ব শেষে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই প্রধানমন্ত্রীর প্রেসসচিব হন তিনি।
শিক্ষাজীবনে আবুল কালাম আজাদ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। আবুল কালাম আজাদ ১৯৭৩ সালে দৈনিক ইত্তেফাক দিয়ে তার সাংবাদিকতার জীবন শুরু করেন।
সাংবাদিকতা জীবনে তিনি ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।