ছাতকে সিংচাপইড় মাদ্রাসার বার্ষিক ওয়াজ মঙ্গলবার
ছাতকের সিংচাপইড় মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল আজ মঙ্গলবার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বয়ান পেশ করবেন, মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করবেন, ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. কফিল উদ্দিন সালেহী, মাওলানা মাহবুবুর রহমান ঢাকা।
এছাড়াও বয়ান পেশ করবেন, মাওলানা রশিদ আহমদ, মাওলানা সামছুল হক নূরী, মাওলানা মনোহর আলী, মাওলানা আহমদ হোসেন, মাওলানা মুক্তার আহমদ প্রমুখ। মাহফিলে যথাক্রমে সভাপতিত্ব করবেন, মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব কালা মিয়া ও মাওলানা আ.ন.ম ফয়জুন নুর।
উক্ত দ্বীনি মাহফিলে সর্বস্তরের মুসল্লিদের উপস্থিত থাকার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।