বিএনপির বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : মিজান
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, কেন্দ্রিয় সিদ্ধান্ত অনুযায়ী এখানে বিএনপির এককপ্রার্থী নির্ধারণ করা হয়েছে। সাবেক ইউপি চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চেয়ারম্যান পদে বিএনপির এককপ্রার্থী। বিএনপির বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। উপজেলা নির্বাচনে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
সোমবার বিকেলে গোবিন্দগঞ্জে চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিনের সমর্থনে যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা যুবদলের আহবায়ক শহীদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম ও সৈয়দ মনসুর আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ সহ-সভাপতি ফরিদ উদ্দিন, আবু নছর, উপদেষ্টা লিয়াছ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, কালারুকা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান আমরু, উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সিংচাপইড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েম আহমদ, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।