গণজাগরণ মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবী নিয়ে সারাদেশের ন্যায় সুনামগঞ্জে পালিত হল গণজাগরণ মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী।
বুধবার বিকেল ৩টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংগীত গেয়ে লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা জানান গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা।
পরে শহীদ মিনার থেকে মঞ্চের নেতাকর্মীরা পদযাত্রা নিয়ে বের হন। ট্রাফিক পয়েন্টসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। এ সময় সকল যুদ্ধাপরাধীর বিচারসহ মঞ্চ ঘোষিত ৬ দফা দাবী বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।
পদযাত্রা ও সমাবেশে উপস্থিত ছিলেন, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ও সাপ্তাহিক সুনামকণ্ঠ’র সম্পাদক বিজন সেন রায়, অ্যাডভোকেট সালেহ আহমদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি অ্যাডভোকেট রুহুল তুহিন, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
তাঁরা বলেন, সকল যুদ্ধাপরাধীদের মৃতুদণ্ড কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গণজাগরণ মঞ্চের কর্মীরা।