দিরাইয়ে যুবকের লাশ উদ্ধার

দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের উত্তর সুরিয়ারপাড় গ্রামে লিটন মিয়া (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের ধারণা, গত মঙ্গলবার রাতের যে কোন সময় নিজ বাড়ির পেছনের কদম গাছের ডালে ফাঁস লাগিয়ে লিটন আত্মহত্যা করেছেন।

উত্তর সুরিয়ারপাড় গ্রামের ওয়ার্ড সদস্য আবু বক্কর বলেন, লিটন আমার মামাতো ভাই, সে খুব ভাল ছেলে ছিল, আমার জানা মতে তাদের পরিবারে কোনো সমস্যা ছিলনা, এমনকি প্রেমঘটিত কোনো বিষয়ও আমার জানা নেই, লিটন কেন যে আত্মহত্যা করল বুঝতে পারছি না। তিনি আরো জানান, লিটন মিয়া দীর্ঘদিন যাবত কুলাউড়ায় একটি অটো রাইস মিলে কাজ করতেন, কয়েক দিন আগে তিনি ছুটি নিয়ে নিজ বাড়িতে বেড়াতে আসেন, বুধবার তার কর্মস্থলে যোগ দেয়ার কথা ছিল।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

x