সৈয়দা আছিয়া বেগমের ইন্তেকাল
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সৈয়দীয়া সামছিয়া আলিম মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত সুপার সৈয়দপুর গ্রাম নিবাসী সৈয়দ মাওলানা আব্দুন নূরের স্ত্রী সৈয়দা মোছাঃ আছিয়া বেগম (৬৫) গত সোমবার রাত সাড়ে ১০টায় দীর্ঘদিন অসুস্থ থাকার পর সিলেট নিরাময় পলি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্বামী, ৫ ছেলে ও ৩ মেয়ে, আত্মীয়-স্বজন, অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বেলা ২টায় সৈয়দপুর গ্রামের বড়গোল মাঠে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।