ছাতকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ প্রার্থী
১৯ ফেব্রুয়ারী সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদের নির্বাচন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ও তাদের সমর্থকদের সরব প্রচারনায় মুখোরিত হয়ে উঠেছে শিল্পাঞ্চল খ্যাত ছাতক উপজেলার ১টি পৌর এলাকা ১৩টি ইউনিয়নের প্রায় ৫ শতাধিক গ্রামগঞ্জ, হাট-বাজার।
এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আবরু মিয়া তালুকদার (ঘোড়া প্রতীক), আ’লীগ নেতা অলিউর রহমান চৌধুরী বকুল (কাপপিরিচ), গিয়াস মিয়া (চিংড়ি মাছ), আওলাদ আলী রেজা (দোয়াতকলম), ছাতক পৌর জামায়াতের আমীর ও ১৯ দলীয় জোটের যুগ্মআহবায়ক এ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার (টেলিফোন), ছাতক পৌর বিএনপি’র সভাপতি ডাঃ আফসার উদ্দিন (মোটর সাইকেল), উপজেলা বিএনপি’র একাংশের সেক্রেটারী নিজাম উদ্দিন (হেলিকপ্টার), বিএনপি নেতা এমআর চৌধুরী রাজা (আনারস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে আ.লীগের গয়াছ আহমদ (মাইক), আবু সাদত লাহিন (টিউবওয়েল), এড. শাহাব উদ্দিন (তালা), মাহফুজুর রহমান বাবলু (জাহাজ), সিতাব আলী (চশমা), বিএনপির এমরান আহমদ (টিয়া পাখি) ও এড. আব্দুল জলিল (উড়োজাহাজ)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি’র নাসিমা আক্তার খান ছানা (কলস), আ’লীগের শাহেরা বেগম (হাঁস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।