শাহ আমানতে ৪৯ কেজি সোনা জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে দুবাই ফেরত ফ্লাই দুবাইয়ের একটি বিমান থেকে ৪২০টি সোনার বার উদ্ধার করেছে পুলিশ। যার ওজন প্রায় ৪৯ কেজি।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে বারগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। জব্দকৃত সোনার আনুমানিক মূল্য ২১ কোটি ৫৬ লাখ টাকা বলে জানা গেছে।

বিমান বন্দর কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানের কয়েকটি সিটের নিচে কুশনের ভেতরে এই সোনার বারগুলো ছিল বলে জানান তিনি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

এর আগেও বেশ কয়েকবার শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিপুল সংখ্যক সোনা জব্দ করা হয়।

x