সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার ৯৪
সিলেট বিভাগের চারটি জেলা ও মহানগরের বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর মধ্যে সিলেট জেলায় ১৬ জন, মৌলভীবাজার জেলায় ১১ জন, হবিগঞ্জ জেলায় ২২ জন ও সুনামগঞ্জ জেলায় ২৪ জন রয়েছেন বলে জানিয়েছেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন।
গ্রেফতারদের মধ্যে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতসহ মাদক বিক্রেতা, ডাকাত, সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার পলাতক আসামি রয়েছে বলে জানান তিনি।
এদিকে, সিলেট মহানগর পুলিশের বিভিন্ন থানা এলাকা থেকে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে মহানগর পুলিশ সূত্র জানিয়েছে।
এর মধ্যে দক্ষিণ সুরমা থানায় ৮ জন, কোতোয়ালি মডেল থানায় ৩ জন, শাহপরাণ ও বিমানবন্দর থানায় চারজন করে মোট ৮ জন এবং জালালাবাদ থানায় দুই জন রয়েছে বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. জিদান আল মুসা।
গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।