ছাতকে যুবকের লাশ উদ্ধার
ছাতকে রিংকু আচার্য্য (৩৫) নামের ৩সন্তানের জনকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের বলছেন, শনিবার ভোরে বসতঘরের তীরের সাথে গলায় গামছা পেছিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
রিংকু পৌর শহরের কুমনা গ্রামের হারান আচার্য্যরে পুত্র। তার পরিবারিক সূত্রে জানা যায়, রিংকু বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করে নেশাগ্রস্থ অবস্থায় প্রায়ই গভীর রাতে বাড়িতে ফিরতেন। শুক্রবার রাতে একইভাবে মাতাল অবস্থায় তিনি তার শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন।
শনিবার ভোরে তার স্ত্রী স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের মানুষ জড়ো হয়। পরে লাশ নামিয়ে সকালে রেল কলোনীস্থ পিতা হারান আচার্য্যরে বাসায় নিয়ে আসা হয়।
পরে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরন করেছে।
এ ব্যাপারে ছাতক থানায় ইউডি মামলা রুজু করা হয়েছে।