"১৯ দলীয় জোট প্রার্থীদের বিজয়ী করতে ঝাপিয়ে পড়তে হবে"
সুনামগঞ্জ জেলা ১৯ দলীয় জোটের যুগ্ম আহ্বায়ক ও জেলা জাগপা’র সভাপতি আমিনুল ইসলাম বকুল বলেছেন, বর্তমান সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুন ও হত্যা করছে। প্রহসনের নির্বাচন পরবর্তী সময়ে সরকারের বিরোদ্ধে জেগে ওঠা আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ফেরাতে তাড়াহুরো করে উপজেলা নির্বাচন ঘোষণা করেছে।
সরকারের সকল অপকর্মের জবাব দিতে ১৯ দলীয় জোট মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে জাগপা’র সকল নেতাকর্মীদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে।
তিনি রবিবার দুপুরে জেলা জাগপা’র অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
জেলা জাগপা’র সভাপতি আমিনুল ইসলাম বকুলের সভাপতিত্বে ও সেক্রেটারী সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ খলিলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাগপা নেতা আবু সালেহ, আব্দুল্লাহ আল মামুন, সোহেল চৌধুরী মুকুল, আল মামুন, সাইদুর রহমান বাচ্চু প্রমূখ।
সভা থেকে অবিলম্বে বিরোধী দলের সকল নেতাকর্মীদের মুক্তি দিতে সরকারের প্রতি জোর দাবী জানান।