এসএসসির প্রথম দিনের পরীক্ষায় ২০০ জন অনুপস্থিত

আজ রবিবার থেকে শুরু হয়েছে সেকেন্ডারী স্কুল সার্টিফিকেট পর্রীক্ষা (এসএসসি), দাখিল ও কারিগরি পরীক্ষা-২০১৪।

আজ অনুষ্ঠিত হওয়া প্রথম দিনের পরীক্ষার জেলার ১১টি উপজেলায় এসএসসিতে ১২৪১০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১৪৩ জন ও দাখিলে ২৫৮৫জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭ জন।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলায় এসএসসিতে ১৭৩৮ জন এর মধ্যে অনুপস্থিত ৩ জন এবং দাখিলে ২০০ জনের মধ্যে উপস্থিত শতভাগ।

দক্ষিণ সুনামগঞ্জে এসএসসিতে ৭৪৬ জন এর মধ্যে উপস্থিত শতভাগ এবং দাখিলে ১৩০ জনের মধ্যে উপস্থিত শতভাগ।

ছাতকে এসএসসিতে ২১১৫ জন এর মধ্যে অনুপস্থিত ৩ জন এবং দাখিলে ৬৮৭ জনের মধ্যে অনুপস্থিত ৩ জন।

জগন্নাথপুরে এসএসসিতে ১৩৩১ জন এর মধ্যে অনুপস্থিত ৫ জন এবং দাখিলে ৪১২জনের মধ্যে উপস্থিত শতভাগ।

দিরাইয়ে এসএসসিতে ১৩৩৮ জন এর মধ্যে অনুপস্থিত ১২১ জন এবং দাখিলে ১৫২ জনের মধ্যে অনুপস্থিত ১৮ জন।

শাল্লায় এসএসসিতে ৩২১ জন এর মধ্যে উপস্থিত শতভাগ এবং দাখিলে ২১ জনের মধ্যে উপস্থিত শতভাগ।

জামালগঞ্জে এসএসসিতে ৬৯১ জন এর মধ্যে অনুপস্থিত ৩ জন এবং দাখিলে ১৮১ জনের মধ্যে অনুপস্থিত ১৭।

তাহিরপুরে এসএসসিতে ৮৭০ জন এর মধ্যে অনুপস্থিত ২ জন এবং দাখিলে ১৪৩ জনের মধ্যে উপস্থিত শতভাগ।

বিশ্বম্ভরপুরে এসএসসিতে ৮৯০ জন এর মধ্যে অনুপস্থিত ২ জন এবং দাখিলে ১৪৬ জনের মধ্যে অনুপস্থিত ২ জন।

ধর্মপাশায় এসএসসিতে ১২৭৯ জন এর মধ্যে অনুপস্থিত ৪ জন এবং দাখিলে ১০৬ জনের মধ্যে অনুপস্থিত ২ জন।

দোয়ারাবাজারে এসএসসিতে ১০৯১ জন এর মধ্যে উপস্থিত শতভাগ এবং দাখিলে ৪০৭ জনের মধ্যে অনুপস্থিত ১৫ জন।

জেলা শিক্ষা অফিসার গোলজার আহমদ খান জানান, সারা জেলায় সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যে কয়জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে তাদের মধ্যে কিছু আংশিক বিষয়ের শিক্ষার্থীও আছে।

x