সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে শহরে মানববন্ধন
সাংবাদিক দম্পতি সাগর-রুনির খুনীদের বিচারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শহরের স্থানীয় ট্রাফিক পয়েন্ট এ মানববন্ধন কর্মসূচি ও পথসভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সাংবাদিক ছাড়াও, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাছরাঙা টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি এমরানুল হক চৌধুরীর সঞ্চালনায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল, সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মোঃ আবু সুফিয়ান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা, জেলা উদীচি শিল্পী-গোষ্ঠীর সভাপতি সাংবাদিক বিজনসেন রায়, সাংবাদিক পঙ্কজ দে, রাজনীতিবিদ আশরাফুজ্জামান, উদিচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংবাদিক শামস শামীম প্রমুখ।
বক্তারা বলেন, ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে দুই মন্ত্রী চলে গেলেন। নতুন সরকার, নতুন মন্ত্রী এলেন। কিন্তু সাগর রুনীর পরিচিত খুনীরাও অধরা রয়ে গেল। বক্তারা অবিলম্বে খুনীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান।