Skip to content

ধর্মপাশায় সহকারি শিক্ষকদের সংবাদ সম্মেলন

ধর্মপাশা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকেরা বুধবার দুপুর সাড়ে বারোটায় উপজেলার ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে সহকারি শিক্ষক ঐক্য ফোরামের ব্যানারে সংবাদ সম্মেলন করেছেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন স্কেল প্রধান শিক্ষকদের চেয়ে এক ধাপ নিচে নির্ধারণ ও বিভাগীয় পরীক্ষার মাধ্যমে তাঁদের পদোন্নতির ব্যবস্থা করণের দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন সহকারি শিক্ষক আনিসুল হক লিখন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক ঐক্য ফোরামের ধর্মপাশা উপজেলা শাখার আহবায়ক এ.এস.এম আব্দুল বারী, যুগ্ম আহবায়ক এমদাদুল হক, আতাউর রহমান, আবুল কালাম আজাদ, আশীষ চৌধুরী, তৌহিদুন্নবী, জহিরুল ইসলাম প্রমুখ।

x