কিংবদন্তির এক নাম ওয়াল্ট ডিজনি

ওয়াল্ট ডিজনি নামটি শুনলেই ভেসে উঠে শিশুদের কথা। তিনি এমনই এক কিংবদন্তী ছিলেন যিনি সারা বিশ্বের শিশুদের জন্য এবং অ্যানিমেশন চলচ্চিত্র দিয়ে বিখ্যাত হয়েছিলেন। শুধু তাই নয় তিনি সবচেয়ে বেশি অস্কার পেয়েছিলেন।

"টম এ্যান্ড জেরি" তার বিখ্যাত কার্টুন সিরিজ।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি ৬৫০টি ডিজনি চলচ্চিত্র এবং অ্যানিমেশন তৈরি করেন।

ধরুণ আপনি ৬৫০টি ভিন্ন চলচ্চিত্র করলেন আর তা থেকে হয়ত অস্কার পেতে পারে একটি বা দুটি চলচ্চিত্র।

ওয়াল্ট ডিজনির ২২টি চলচ্চিত্র অস্কার পেয়েছিল। কার্টুন ক্যাটাগরিতে পর পর সাত বৎসর তিনি অস্কার পেয়েছিলেন। এছাড়া তিনি ৭টি এ্যামি আওয়ার্ড জিতেছিলেন।

মাত্র ৬৫ বছর বয়সে তিনি এ পৃথিবী ছেড়ে চলে যান। তবে রেখে যান তার নিজের গড়া চলচ্চিত্র তৈরির প্রতিষ্ঠান “ওয়াল্ট ডিজনি প্রডাকশন্স”। এ প্রতিষ্ঠানের মাধ্যমে এখনও সারা বিশ্বে চলচ্চিত্র প্রেমীদের জন্য তৈরি হচ্ছে জনপ্রিয় সব ছবি।

তিনি ১৯০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্মগ্রহণ করেন এবং ১৯৬৬ সালে ক্যালিফোর্ণিয়াতে মৃত্যু বরণ করেন।

x