দিরাইয়ে শাহ আব্দুল করিম লোকউৎসব শুরু
সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে দুই দিনব্যাপী শাহ আব্দুল করিম লোকউৎসব মেলা শুরু হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আব্দুল করিমের নাতি নূরে আলম ঝলক পায়রা উড়িয়ে মেলার উদ্ধোধন করেন।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) আলতাফ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনালী ব্যাংকের সিলেট বিভাগের জিএম মুজিবুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার অসীম সরকার ও তাড়ল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়াম্যান নূরুল হক।
রোববার রাত পর্যন্ত এ লোকউৎসব মেলা চলবে।