সুনামগঞ্জে ভারতীয় মদসহ ব্যবসায়ী আটক

সুনামগঞ্জ শহরের কাজীর পয়েন্ট এলাকা থেকে পাঁচ বোতল ভারতীয় মদসহ সেতাব উদ্দিন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার ভোর ৩টার দিকে মদসহ তাকে আটক করা হয়।

আটক সেতাব আলী সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালি গ্রামের বাসিন্দা।

পুলিশ জ‍ানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মডেল থানা পুলিশের একটি দল শহরের কাজীর পয়েন্ট এলাকায় আগে থেকেই ওঁত পেতে ছিল। এসময় সেতাব আলী রিকশায় করে ওই এলাকায় এলে পুলিশ রিকশাটি থামিয়ে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে মদের বোতলগুলো উদ্ধার করে। পরে তাকে আটক করা হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, সেতাব আলীর বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

x