বিশ্বম্ভরপুরে ৫০ হাজার টাকার জাল নোটসহ আটক ১
বিশ্বম্ভরপুর উপজেলা পলাশ বাজারে ৫ হাজার ৫ শত টকার জাল নোটসহ দেলোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে শনিবার দিনগত রাত আটক করেছে পুলিশ।
দেলোয়ার হোসেন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার কালিবাজাই গ্রামের মৃত ইদ্রিছ আলীরছেলে।
পলাশ ইউনিয়নের চেয়ারম্যান মো. সোলেমান মিয়া জানান, শনিবার রাত ৮টায় পলাশ বাজারের মাহমদ আলীর দোকেন দেলোয়ার হোসেন ৫ শত টাকার নোট ভাঙ্গাতে যান। এসময় নোটটি দোকানী হাতে জাল নোট বলে সনাক্ত করেন। পরে তাকে খবর দেন তিনি ঘটনাস্থলে গিয়ে জাল নোট প্রমান হওয়ায় বিশ্বম্ভরপুর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেলোয়ার কে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ দেলোয়ারকে তল্লাশী করে তার কাছ থেকে ৫০ হাজার ৫ শত জাল টাকা উদ্ধার করে।
বিশ্বম্ভরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূরুল আবছার খান বিষয়টি নিশ্চিত করে জানান,দেলোয়ারের কাছ থেকে উদ্ধার করা সব গুলো নোটই ৫ শত টাকার নোট।
ওসি জনান, এসআই ফরিদুল আলম বাদি হয়ে বিশ্বম্ভরপুর থানায় মামলা দায়ের করেছেন।
তিনি আরো জানান, সকাল ১০ টায় দেলোয়ারকে সুনামগঞ্জে আদালতে পাঠানো হয়েছে।