আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে জনগণ ভোটের মাধ্যমে প্রতিবাদ জানাবে : ডা. শাখাওয়াত হোসেন জীবন
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন বলেছেন, উপজেলা নির্বাচনে দেশজুড়ে খালেদা জিয়া মনোনীত বিএনপির এককপ্রার্থী দেয়া হয়েছে। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে জনগন ভোটের মাধ্যমে প্রতিবাদ জানাবে। উৎসবমুখর উপজেলা নির্বাচনে বিশ্ববাসীর কাছে আবারো প্রমাণিত হবে ভোটারবিহীন সংসদ নির্বাচনের চিত্র। তিনি সকল ভেদাভেদ ভূলে গিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান।
শনিবার রাতে কালারুকা ইউনিয়নের তাজপুর পয়েন্টে ৬নং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে নির্বাচনী কর্মীসভায় তিনি এসব কথা বলেন।
কবির হোসেন মেম্বারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য মাসুক আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নিবার্হী কমিটির সদস্য, ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আক্তার হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি ফরিদ উদ্দিন প্রমুখ।