আগুনে পুড়বে না যে কাগজ!
অগ্নিকান্ড সব সময়ই ভয়াবহ। আগুনের হাত থেকে যেকোন জিনিসকেই উদ্ধার করা প্রায় অসম্ভব। আর সে জিনিসটি যদি কাগজের হয় তবে তো কোন কথাই নেই। এবার চীনের একাডেমি অব সায়েন্সের সাংহাই ইন্সটিটিউট অব সিরামিক্স এর বিজ্ঞানীরা তৈরি করেছেন বিশেষ এক ধরণের কাগজ। এর বিশেষত্ব হচ্ছে এটা কখনোই আগুনে পুড়ে যাবে না।
এ কাগজ এতোটাই অগ্নিপ্রতিরোধী যে গবেষকরা দেখেছেন যে, ১০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও এটা পুড়বে না এতোটুকুও। এ কাগজটি বানানো হয়েছে ক্যালসিয়াম ফসফেটের যৌগ দিয়ে। গত ২৭ জানুয়ারি "Chemistry – A European Journal" এ এ সংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়। অজৈব যৌগ দিয়ে তৈরি এ কাগজ যেমন অগ্নি-প্রতিরোধী, তেমন নমনীয়। কিন্তু এটা দেখতে একদম সাধারণ কাগজের মতোই। এটাকে শক্তিশালী এসিড দিয়েই শুধু ছেঁড়া যাবে, ভাঁজ করা যাবে ও নষ্ট করে ফেলা যাবে। এ কাগজগুলো সেসব নথিপত্র তৈরিতে ব্যবহার করা যাবে, যেগুলো দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা যাবে।