জামালগঞ্জ উপজেলার ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
উপজেলা নিবার্চনের তৃতীয় ধাপে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সোমবার বাছাইয়ে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এরা হলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে দেলোয়ার হোসেন ও মাজহারুল ইসলাম।
এদের মধ্যে দেলোয়র হোসেন জামালগঞ্জ উপজেলা ভোটার না হওয়ায় এবং বয়সের গড়মিল থাকায় মাজহারুল ইসলামের মনোনয়পত্র বাতিল করেন রিটার্নিং অফিসার।
শনিবার জামালগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ২ জনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় এ উপজেলায় ২৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।