সুনামগঞ্জে আ’লীগের দুই বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নিবার্চনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ।
বহিষ্কৃতরা হলেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ওয়াহিদুর রহমান সুফিয়ান ও জেলা যুবলীগের সদস্য মনিষ কান্তি দে মিন্টু।
এ দুই বিদ্রোহী প্রার্থী দলীয় সিদ্ধান্ত অমান্য করে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫ টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ মতিউর রহমান ও সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট স্বাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ জানুয়ারি দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত এক পত্রের নির্দেশের পরিপ্রেক্ষিতে ৮ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিদ্রোহী প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহার করে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য অনুরোধ জানানো হয়। অন্যতায় তাদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।