খালেদা জিয়ার সঙ্গে সাংবাদিক নেতাদের মত বিনিময়
১৯ দলীয় জোট নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাংবাদিক নেতাদের মত বিনিময় অনুষ্ঠান শুরু হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে নয়টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়।
মত বিনিময় অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, সাধারন সম্পাদক শওকত মাহমুদ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, সাবেক সাংবাদিক নেতা এমএ আজিজ, ঢাকা রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবদুস শহিদ, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক আবদুল কাদের গণি চৌধুরী এবং দেশের বিভিন্ন বিভাগ ও জেলার সাংবাদিক ইউনিয়নের নেতারা।