ছাতক, দোয়ারাবাজার ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাচন বুধবার

চতুর্থ বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা নির্বাচনের প্রথম দফায় বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলার দক্ষিণ সুনামগঞ্জ, ছাতক ও দোয়ারাবাজার উপজেলার নির্বাচন। এরই মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন কমিশন। নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে তিনটি উপজেলাতেই পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি।

জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান, তিনটি উপজেলার মধ্যে দক্ষিণ সুনামগঞ্জে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্র্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ৮ টি ইউনিয়নের ৫১ টি কেন্দ্রে মোট ১ লক্ষ ৮ হাজার ৪ শত ৬৪ জন ভোটার ভোট প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ৫৩ হাজার ৯শ ৫৬ জন এবং মহিলা ৫৪ হাজার ৫শ ০৮ জন।

ছাতক উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ১৩ টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২ লক্ষ ২২ হাজার ২শ ৬২ জন। এর মধ্যে পুরুষ ১ লক্ষ ১০ হাজার ৭শ ০৫ জন এবং মহিজলা ১লক্ষ ১১ হাজার ৫শ ৫৭ জন। এখানে মোট কন্দ্রে সংখ্যা ৯৬ টি।

এদিকে দোয়ারাবাজার উপজেলা ৯ টি ইউনিয়নে ৫৫ টি কেন্দ্রে মোট ভোটর সংখ্যা ১লক্ষ ২৯ হাজার ৬শ ১৫ জন। এর মধ্যে পুরুষ ৬৩ হাজার ৮শ ৮৭ জন এবং মহিলা ভোটার ৬৫ হাজার ৭শ ২৮ জন। এখানে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ নির্বাচনের দায়িত্বরত রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবজিৎ সিংহ জানান, জেলার তিন উপজেলায় ১ হাজার ২শ ২ টি কেন্দ্রে ১২ জন ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ১২ টি মোবাইল টিম কাজ করবে। প্রতি কেন্দ্রে সেনা, বিজিবি ও পুলিশবাহিনীর ১৭ জন সদস্যের সমন্বয়ে গঠিত একটি টিম দায়িত্ব পালন করবে।

x