তাহিরপুরে ট্রলির চাপায় শিশুর মৃত্যু
তাহিরপুর সীমান্তে ট্রলি চাপায় আশিক নূর (১৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের মাছিমপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।
বুধবার দুপুর ২ টায় সীমান্তের লাউড়েরগড় এলাকার যাদুকাটা নদীর তীরে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান, বুধবার সকাল ১১টায় একটি পাথর বোঝাই ট্রলি লাউড়েরগড়ের যাদুকাটা নদীতে যাওয়ার সময় রাস্তায় শিশু আশিক নূরকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুপুরে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।