তিন উপজেলাতেই আ.লীগ প্রার্থীরা বিজয়ী
সুনামগঞ্জের তিন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের জয় জয়কার।
বিজয়ীরা হচ্ছেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদে আবুল কালাম, দোয়ারাবাজারে ইদ্রিছ আলী বীর প্রতীক এবং ছাতক উপজেলায় অলিউর রহমান বকুল।
বুধবার রাতে উপজেলা অফিসাররা এ তথ্য নিশ্চিত করেছেন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার উত্তম রায় জানান, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল কালাম (আনারস) ২৮ হাজার ২শ ৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী ফারুক আহমদ (কাপ-পিরিচ) ২৩ হাজার ১শ ৫২ ভোট ।
ছাতক উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান জানান, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অলিউর রহমান বকুল ৩০ হাজার ৮শ ২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী রেজাউল করিম তালুকদার (টোলিফোন) পেয়েছেন ২৪ হাজার ১শ ২৩ ভোট।
দোয়ারাবাজার উপজেলা নির্বাচন অফিসার রাফিউল ইসলাম জানান, ২৭ হাজার ১শ ৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইদ্রিছ আলী বীরপ্রতীক (মোটরসাইকেল)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী ডা. আব্দুল কুদ্দুছ (আনারস) পেয়েছেন ২১ হাজার ৮শ ৮১ ভোট।