মোহাম্মদপুর প্রিমিয়ার লীগ শুরু
সুনামগঞ্জের মোহাম্মদপুর এলাকায় আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট মোহাম্মদপুর প্রিমিয়ার লীগ (এমপিএল) শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এলাকাবাসীর উপস্থিতিতে টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। ‘ওরারিয়র্স ড্রিমস’ এবং ‘রহিম এন্ড আদিল ক্লাব’ নামক দল দুটির মধ্যকার ম্যাচে ওয়ারিয়র্স ড্রিম জয়লাভ করে।
১২ ওভারের ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ওয়ারিয়র্স ড্রিমস ৬ উইকেটে ১৪০ রান সংগ্রহ করে। দলটির পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৪৪রান করেন কাউসার। রহিম এন্ড আদিল ক্লাবের বোলার শুভ ২৪ রানে ৪ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে রহিম এন্ড আদিল ক্লাব ৪৬ রানে অলআউট হয়। এতে ওয়ারিয়র্স ড্রিম বিজয়ী হয় ৯৪ রানে। দলটির পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ২১ রান করেন রুমান। ওয়ারিয়র্স ড্রিমসের বোলার শোভন ১৪ রানে ৫ উইকেট নেন।
টুর্নামেন্টটি দশদিন চলবে বলে জানিয়েছেন আয়োজকেরা। ফাইন্যাল খেলার তারিখ পরে জানানো হবে।