জনগণের মুখোমুখি হলেন নির্বাচনের প্রার্থীরা
‘ভোট দিন, জেনে, শুনে, বুঝে দিন’ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে সাধারণ জনগণের মুখোমুখি হলেন উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা।
শনিবার বেলা ১১টায় সুনামগঞ্জ শহীদ আবুল হোসেন মিলনায়তনে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাল বাংলাদেশের (টিআইবি) উদ্যোগে জনগণের মুখোমুখি নামে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নিবার্চনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৪ চেয়ারম্যান পদপ্রার্থী অংশ নেন।
টিআইবির জেলা সভাপতি নূরুর রব চৌধুরীর সভাপতিত্বে ও অ্যাডভোকেট খলিল রহমানের পরিচালনায় অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, ওয়াহিদুর রহমান সুফিয়ান, জুনেদ আহমদ, রশিদ আহমেদ বক্তব্য রাখেন।
পরে প্রশ্নোত্তর পর্বে জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা।