জিপিএ-৫ প্রাপ্তদের সুনামগঞ্জ চেম্বারের সংবর্ধনা
২০১৩ সালে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ।
শনিবার দুপুর ১২ টায় স্থাানীয় একটি অভিজাত কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা দেয়া হয়।
চেম্বার সভাপতি খায়রুল হুদা চপলের সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আজিজুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক পরিমল কান্তি দে, শিক্ষাবিদ এম এ হাই, সুনামগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি মোশারফ আলী, প্রবীণ সাংবাদিক ও আইনজীবী হোসেইন তওফিক চৌধুরী, অ্যাডভোকেট শফিকুল আলম, মুক্তিযোদ্ধা মতিউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলায় ২০১৩ সালে এসএসসি ও এইচএসসিতে ৯৬ জন জিপিএ-৫ প্রাপ্তদের ক্রেস্ট প্রদান করা হয়। এসময় সুনামগঞ্জ চেম্বারের সম্প্রতি প্রয়াত পরিচালক সম্ভু নাথ রায়ে মেয়ে সামান্তা রায় পিএসসিতে জিপিএ-৫ পাওয়ায় তাকেও ক্রেস্ট প্রদান করা হয়।
এর আগে সকাল ১১ টায় একই কমিউনিটি সেন্টারে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্টি-এর ২০১২-২০১৩ অর্থবছরের ২১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় চেম্বার সভাপতি ২০১২-২০১৩ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন।
এ অনুষ্ঠানে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চেম্বারের সিনিয়র সহসভাপতি আমিনুল হক, সহসভাপতি সজিব রঞ্জন দাস, সাবেক সভাপতি মোশারফ আলী, সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম প্রমুখ।