গণজোয়ার সৃষ্টি করে নির্বাচনে বিজয়ের মুকুট বিএনপিকে আনতে হবে : আনিসুল হক
সুনামগঞ্জ জেলা বিএনপি’র সহসভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিসুল হক বলেছেন, সামনে কঠিন সময় আসছ্ ে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের চেয়ারপাসূনের নিদের্শ মতো উপজেলা পরিষদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী পক্ষে গণজোয়ার সৃষ্টি করে নির্বাচনে বিজয়ের মুকুট বিএনপিকে আনতে হবে।
শুক্রবার বিকেলে উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন শাখার উদ্যোগে শান্তিপুর বাজারে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসবক কথা বলেন।
১৯ দলীয় জোটের উত্তর বড়দল ইউনিয়নের আহবায়ক মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আসন্ন উপজেলা নির্বাচনে দলের মনোনীত প্রার্থীকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করতে হবে। দেশে গনতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে।
উত্তর বড়দল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তার হোসেনের পরিচালনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি রাখাব উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুনাব আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফেরদৌস আলম, উত্তর বড়দল ইউনিয়ন জামায়াতের অমির শামছুল হক,ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ফজলুল হক,ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল মোতালিব,সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিবুর রহমান,উপজেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক এমদাদুল হুদা,বিএনপি নেতা নোয়াজ আলী,হানিফ মেম্বার,সফর উদ্দিন,মাইজ উদ্দিন,জালাল উদ্দিন,নাজিম উদ্দিন জামায়াত নেতা মৌলানা জালাল উদ্দিন,যুবদল নেতা আবু সায়েম,আব্দুস সহিদ, আবু তাহের, শফিকুল হক, আব্দুল জব্বার, এরশাদ মিয়া, এনাম আহমদ, দুলাল, উসূফ, শামছুল ইসলাম, ছাত্রদল নেতা রুকন উদ্দিন, আবুল কালাম, ইসলাম উদ্দিন, মিজান প্রমূখ।