স্থানীয় নির্বাচনে জাতীয় রাজনীতির প্রতিফলন ঘটে না: কাদের
উপজেলা নির্বাচনে জামায়াতের উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী বিজয় ও তাদের ভোটবৃদ্ধি প্রসঙ্গে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, স্থানীয় নির্বাচন স্থানীয় ইস্যুতেই হয়। এখানে জাতীয় রাজনীতির কোনো প্রতিফলন ঘটে না। তবে উপজেলার সব নির্বাচন শেষ হবার পরে বিশ্লেষণ করে এর কারণ দেখা হবে। শনিবার যশোর-খুলনা মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সাংগঠনিক দুর্বলতা বিশ্লেষণ করে দেখা হচ্ছে। প্রতিবার নির্বাচনের সময় ভোটগ্রহণের দিন বিকাল ৪টা পর্যন্ত বিএনপি বারবার বলতে থাকে নির্বাচনে জালিয়াতি হচ্ছে, তামাশার হচ্ছে। কিন্তু এবারের নির্বাচনে বিএনপির বেশি প্রার্থী বিজয়ের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে তাদের অভিযোগ অমূলক।
মন্ত্রী বলেন, দেশের সকল আঞ্চলিক সড়ক ও মহাসড়কে নসিমন, করিমন, ইজিবাইক দেখতে চাই না। এ সব গাড়ি যানজট এবং দুর্ঘটনার কারণ। যানজটের কারণে মানুষের ভোগান্তি বাড়ছে। তবে আমরা চাই না, এসব গাড়ি চালকদের পেটে লাথি মারতে। এ জন্য এসব গাড়িকে ফিডার রোডে চলতে হবে। আগামী ৭০ দিনের মধ্যে যশোর-খুলনা মহাসড়কসহ কোনো সড়কে কোনো গর্ত দেখতে চাই না। বর্ষার আগেই সব সড়ক সংস্কারের নির্দেশ দেন তিনি।
যোগাযোগ মন্ত্রী বলেন, যশোর-খুলনা মহাসড়কের ৬৬ কিলোমিটারের মধ্যে মাত্র ৩ কিলোমিটার খারাপ অবস্থায় রয়েছে। আমি দশবার এখানে এসেছি। কিন্তু তারপরও এই সড়কের কাজ শেষ হয়নি। এর জন্য ঠিকাদারের গাফিলতি ও অবহেলা রয়েছে। তাই ঠিকাদারি প্রতিষ্ঠান ইউলিঙ্ক ইন্টারন্যাশনালের কার্যাদেশ বাতিল করা হলো। আগামীকালই ১৯ কোটি ৫০ লাখ টাকার নতুন টেন্ডার আহ্বান করা হবে।
সকালে মন্ত্রী যশোরে পৌঁছে সরাসরি চলে যান শহরে বাবলতলা ব্রিজের নির্মাণকাজ দেখতে। এ সময় মন্ত্রী মহাসড়কে ইজিবাইক চলতে দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং পুলিশের উদ্দেশে বলেন, ‘প্লিজ স্টপ ইট’। এরপর তিনি মনিহার চত্বরে পৌঁছে ইজিবাইকের জটলা দেখে বিস্ময় প্রকাশ করে বলেন, সমস্ত রাস্তাই কী ইজিবাইক দখল করে রাখবে?