আওয়ামী প্রতারণার জবাব দিচ্ছে জনগণ: মোশাররফ
উপজেলা পরিষদ নির্বাচনের মাধ্যমে জনগণ আওয়ামী প্রতারণার জাবাব দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত একুশে ফেব্র“য়ারির এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
২১ হলো ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই মন্তব্য করে মোশাররফ বলেন, ‘আগামী উপজেলা পরিষদের নির্বাচনগুলোতেও জনগণ আওয়ামী ফ্যাসিবাদের জবাব দিবে।’
তিনি বলেন, ‘৫২তে যেমন সংখ্যাগরিষ্ঠের ভাষাকে উপেক্ষা করার যড়যন্ত্র করা হয়েছিল, ঠিক একই প্রক্রিয়ায় এদেশের গণতন্ত্রের বিরুদ্ধে যড়যন্ত্র করা হচ্ছে। অচিরেই এদেশের জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান ঘটাবে বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা।’
তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘অপনি বড় গলায় কথা বলেন অথচ আপনার উপজেলাতেই জামায়াত বিপুল ভোটে নির্বাচিত হয়। এ নির্বাচন থেকে আপনার যথাযথ শিক্ষা নেয়া উচিত।’
তিনি বলেন, ‘৭৫ সালে আওয়ামী লীগ যেমন বাকশাল কায়েম করে সব দল নিষিদ্ধ করার পাশাপাশি মিডিয়াগুলো বন্ধ করে দিয়েছিল, সেই পন্থাই অবলম্বন করছে আওয়ামী লীগ।’
জাসাসের সভাপতি এমএ মালেকের সভাপতিত্বে ও সম্পাদক মনির খানের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন কবি আল-মাহমুদ, ছড়াকার আবু সালেহ প্রমুখ।