দোয়ারাবাজারে সড়ক দূর্ঘটনায় ১১ এসএসসি পরীক্ষার্থী আহত
দোয়ারাবাজারে সড়ক দূর্ঘটনায় ১১ এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে।
রোববার বড়খাল স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে নরসিংপুর-বালিউরা সড়কের নেতরছই এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গণিত পরীক্ষা শেষে সোনালি চেলা উচ্চ বিদ্যালয়ের ১১ছাত্রী অটোটেম্পু যোগে বাড়ি ফেরার পথে সড়কের নেতরছই মোড়ে পৌছলে বিপরীতগামী একটি ট্রলি (কুত্তা গাড়ী) অটোটেম্পুকে ধাক্কা দিলে যাত্রীসহ অটোটেম্পু উল্টে খাদে পড়ে চালকসহ এসএসসি পরীক্ষার্থী ১১ছাত্রী আহত হয়।
আহত মাছুখাল গ্রামের আব্দুল মতিনের মেয়ে সাজনা বেগম (১৬), আব্দুল মজিদের মেয়ে সুজিনা বেগম (১৭), বনগাঁও গ্রামের আবুল মিয়ার মেয়ে মারুফা বেগম (১৬), রহিমেরপাড়া গ্রামের জিলু মিয়ার মেয়ে নাসিমা বেগম (১৭), আমজদ আলীর মেয়ে শাহানারা বেগম (১৬), আব্দুল হান্নানের মেয়ে সুজিয়া বেগম (১৭), রহমতপুর গ্রামের আব্দুর রউফের মেয়ে মনোয়ারা বেগম (১৬), আব্দুল হামিদের মেয়ে রুমি বেগম (১৬), নাসিমপুর গ্রামের আলকাছ আলীর মেয়ে কলছুমা বেগম (১৭), মন্তাজনগর গ্রামের চমক আলীর মেয়ে রেছনা বেগম (১৬) ও নছরনগর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে ফারজানা বেগম (১৭) কে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অটোটেম্পু চালক ঘিলাছড়া গ্রামের সুরুজ আলীর পুত্র আমির হোসেন (৩৪)কে দোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিকেলে দোয়ারা উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান ও ছাতক উপজেলা নির্বাহী অফিসার আইনুর আক্তার পান্না আহত ছাত্রীদের দেখতে ছাতক হাসপাতালে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।