২ উপজেলায় ৩২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে সুনামগঞ্জের ২টি উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও ৯ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলাগুলো হচ্ছে, সুনামগঞ্জের শাল্লা ও ধর্মপাশা উপজেলা।

রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা নিজ নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।

শাল্লা উপজেলা নির্বাচন অফিস জানায়, এ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়পত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে শাল্লা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অবনী মোহন দাস, সুরঞ্জিত সেন গুপ্ত মনোনীত প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, বিএনপি মনোনীত প্রার্থী গণেন্দ্র চন্দ্র সরকার।

ভাইস চেয়ারম্যান পদে মো. হাজিরুল ইসলাম, বিপুল রঞ্জন দাস, আবুল হায়াত, অরিন্দম চৌধুরী,মাহবুব সোবহানী চৌধুরী।

এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেজিয়া বেগম, মোছা. নেহার বেগম, অনিতা রানী দাস, মোছা. ফরজুন নেছা, নূর নেহার বেগম, স্বপ্না রানী দাস।

অপরদিকে, সহকারী রিটার্নিং অফিসার ও ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদুর রহমান জানান, ধর্মপাশা উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন।

এ উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল তালুকদার, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শামীম আহমদ, আওয়ামী লীগ নেতা প্রভাকর চৌধুরী, শামীম আহমদ মুরাদ, বিএনপি মনোনীত জেলা বিএনপি’র সহসভাপতি আব্দুল মোতালেব খান, বিএনপি নেতা সাইফুল ইসলাম চৌধুরী, আলী আমজাদ,ফখরুল ইসলাম, একেএম খসরুজ্জামান, রাসেল আহমদ।

ভাইস চেয়ারম্যান পদে মো. হাবিবুল্লাহ তালুকদার, মো. মোশাহিদ তালুকদার, সাইফুল ইসলাম, মো. আব্দুল হাই তালুকদার, নির্মল দেবনাথ।

এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেকুন্নাহার, চিনু রানী সরকার, রেবা রানী সরকার।

জেলা নির্বাচন অফিস জানায়, ২৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ৬ মার্চ প্রত্যাহারের শেষ দিন এবং ২৭ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

x