দিরাই ডিগ্রী কলেজের ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু
দিরাই ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু হয়েছে।
রোববার দুপুরে দিরাই ডিগ্রী কলেজের মাঠে এর উদ্বোধন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির রঞ্জন দাস। এসময় তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে লেখা-পড়ার পাশা-পাশি ক্রীড়া ও সাংস্কৃতির বিকল্প নেই।
বাংলা বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম তালুকদারের পরিচালনায় ও অধ্যক্ষ মিহির রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রভাষক এএইচএম ফারুক, সন্দিপন দাস, ফখর উদ্দিন চৌধুরী, নিখিল চন্দ্র দেবনাথ, প্রেসক্লাব সভাপতি টিপু সুলতান, প্রথমআলোর উপজেলা প্রতিনিধি সামছুল ইসলাম সরদার, ইনকিলাব প্রতিনিধি আব্দুল বাছির সরদার প্রমুখ।