জামালগঞ্জে ৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
উপজেলা নিবার্চনের তৃতীয় ধাপে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সোমবার ৪ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এরা হচ্ছেন, চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল হক আফিন্দী, ফয়জুল আলম মোহন ও রফিকুল ইসলাম এবং ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ আহমদ।
সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি সোমবার বাছাইয়ে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল হয়।
৪ জন প্রত্যাহার এবং বাছাইয়ে ২ জন বাতিল হওয়ায় এ উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৯ জন প্রার্থী।
উল্লেখ্য, জামালগঞ্জ উপজেলায় ১৫ মার্চ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।