নির্বাচনী শোভাযাত্রার মোটরসাইকেল খাদে পড়ে আহত ৫
ধর্মপাশা উপজেলার গলইখালি এলাকায় নির্বাচনী শোভাযাত্রার দুইটি মোটরসাইকেল খাদে পড়ে চেয়ারম্যান প্রার্থীর ৫ কর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, জালাল (২৭), নয়ন মিয়া (৩২), সোহেল মিয়া (৩০), রনি (২২) ও মোটরসাইকেল চালক সাধু মিয়া (২৮)।
গুরুতর আহত জালাল ও সাধু মিয়াকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) আবুল মুনসুর মির্জা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাংশ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরীর মোটরসাইকেল শোভাযাত্রায় উপজেলার মধ্যনগর বাজারে যাচ্ছিল।
পথে গলইখালি এলাকায় একটি মোটরসাইকেল অতিক্রম করতে গিয়ে শোভাযাত্রার দুইটি মোটরসাইকেল রাস্তার পাশে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।