নারী ড্রাইভার নিয়োগ দিতে যাচ্ছে সরকার
দেশে প্রথমবারের মতো নারী গাড়িচালক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। মহিলাবিষয়ক অধিদপ্তরে নিয়োগের মধ্য দিয়ে এটি চালু করা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে মহিলাবিষয়ক অধিদপ্তরের মিলনায়তনে ‘নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর ক্ষমতায়নে মহিলাবিষয়ক অধিদপ্তরের কার্যক্রম’ বিষয়ে এক মতবিনিময় সভায় একথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধীদলীয় নেত্রীও নারী। আবার নারী স্পিকার, নারী সচিব, নারী এসপি-ডিসি হলেও এখন পর্যন্ত সরকারি কোন অফিসে নারী গাড়ী চালক নিয়োগ দেয়া হয়নি।
মেহের আফরোজ চুমকি বলেন, নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে বাংলাদেশের বিভিন্ন অর্জনকে অনেক দেশ অনুকরণ করছে। সরকার অপরাধীদের বিচারে আন্তরিক। মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা রয়েছেন, যারা দায়িত্বে অবহেলা করেন। এই বিষয়ে সকল কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি।
মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহা-পরিচালক মো. আশরাফ হোসেন ও অতিরিক্ত পরিচালক শামীমা হক।