জামালগঞ্জ উপজেলায় ২০ প্রার্থী প্রতীক পেয়েছেন

উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার রিটার্নিং অফিসার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।

চেয়ারম্যান পদে ৩ জন ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ১১ জন এবং ৬ জন মহিলা প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

জেলা নির্বাচন অফিস জানায়, জামালগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ইউছুফ আল-আজাদ পেয়েছেন ঘোড়া প্রতীক, আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী রেজাউল করিম শামীম পেয়েছেন দোয়াত-কলম ও বিএনপি সমর্থিত প্রার্থী শামছুল আলম পেয়েছে আনারস প্রতীক।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মো. আজাদ হোসেন পেয়েছেন বৈদ্যুতিকবাল্ব, মো. আব্দুল খলিক পেয়েছেন মাইক, মো. ওয়ালি উল্লাহ সরকার পেয়েছেন ঘুড়ি, মো. কবির আলম পেয়েছেন বই, গোলাম জিলানী পেয়েছেন টিয়া পাখি, জিতেন্দ্র তালুকদার পিন্টু পেয়েছেন জাহাজ, মাজহারুল ইসলাম পেয়েছেন টাইপরাইটার, মো. মিসবাহ উদ্দিন পেয়েছেন তালা, মোহাম্মদ আলী পেয়েছেন উড়োজহাজ, রবীন্দ্র কুমার দাস পেয়েছেন টিউবওয়েল, রশিদ আহমদ, পেয়েছেন চশমা প্রতীক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসি সিদ্দিকা পেয়েছেন হাস প্রতীক, সামিনা চৌধুরী পেয়েছেন পদ্মফুল, মোছা. খালেদা আক্তার পেয়েছেন কলস, জ্যোাৎস্না বেগম পেয়েছেন প্রজাপ্রতি, মাধবী পাল চৌধুরী পেয়েছেন পদ্মফুল, শারমিন সুলতানা পেয়েছেন বৈদ্যুতিক পাখা, হাফিজা আক্তার পেয়েছেন ফুটবল প্রতীক।

উল্লেখ্য, এ উপজেলায় ১৫ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

x