ছাতকের পল্লীতে ডাকাতি সংঘটিত

ছাতকের পল্লীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

সোমবার রাতে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের বাগইন গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।

প্রায় ১৫-২০জনের ডাকাতদল গ্রামের একই পরিবারের যুক্তরাজ্য প্রবাসী মজমিল আলী, মদরিছ আলী ও রিজ্জাদ আলীর বাড়িতে হানাদিয়ে নগদ আড়াই লক্ষ টাকা, ১৪ভরি ওজনের স্বর্ণালংকারসহ ১০লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়।

ঐ পরিবারের রমজান আলী জানান, মুখোশধারী ডাকাতদল বসতঘরের গেটের তালা ও দরজা ভেঙ্গে প্রবেশ করে নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়েছে।

ছাতক থানা পুলিশ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

x