এক প্রার্থীর বিরুদ্ধে আরেক প্রার্থীর সংবাদ সম্মেলন
তাহিরপুরে ইউনিয়ন চেয়ারম্যান ও আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেন খাঁর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও আরেক চেয়ারম্যান পদপ্রার্থী আলী মর্তুজা।
মঙ্গলবার দুপুর ২টায় দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে যুদ্ধাপরাধ মামলার আসামী, সীমান্তের নদীপথের চাঁদাবাজ ও দল থেকে সাময়িক বরখাস্তকৃত আওয়ামীলীগ নেতা আবুল হোসেন খাঁ নিজেকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষনা দিয়ে প্রচারণা চালিয়ে উপজেলার সর্বস্থরের ভোটারদের সাথে প্রতারণ করছেন। এছাড়া সীমান্তে বাংলা কয়লা ও পাটলাই নদীতে চাঁদাবাজি নিয়ে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় বাংলা কয়লায় আবুলের থাবা, পাটলাই নদীতে জামাই-শশুরের চাঁদাবাজি শিরোনামে প্রকাশিত সংবাদ, ১৯৭১সালে মুক্তিযোদ্ধের বিরোধীতা করা, তাহিরপুরে গঠিত শান্তি বাহিনীর সদস্য হওয়া, মুক্তিযোদ্ধা সাফির উদ্দিনের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধে গত ২০১০সালের ১২ই ডিসেম্ভর সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে তার বিরুদ্ধে মামলা হওয়াসহ তার অপকর্মের কারণে তাকে দল থেকে বহিস্কার করা হয়।