তাহিরপুরে সংঘর্ষে মহিলাসহ আহত ১০
তাহিরপুরে চাঁদাবাজদের হামলায় মহিলাসহ ১০জন পাথর শ্রমিক আহত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্ত নদী যাদুকাটার শাহিদাবাদ নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শ্রমিক আওয়াল মিয়া (২৪)কে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও বকুল মিয়া (৩২),আক্কল আলী (২৬)কে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া মহিলা শ্রমিক জামেলা খাতুন (৩৫), হালিমা বেগম (৩০)সহ আন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, অন্যান্যদিনের মতো মঙ্গলবার দুপুরে যাদুকাটা নদীতে শ্রমিকরা পাথর উত্তোলন করতে গেলে শাহিদাবাদ দুই চাঁদাবাজ তাদের লোকজন নিয়ে চাঁদা দাবি করে। এসময় শ্রমিকরা চাঁদা দিতে অস্বীকার করলে চাঁদাবাজরা শ্রমিকদের ওপর হামলা চালায়।
তাহিরপুর থানার ওসি আনিসুর রহমান খান বলেন, এব্যাপারে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।