লেফটেন্যান্ট কর্নেল লিটনের মৃত্যুবা্র্ষিকী আজ
পিলখানায় বিপথগামি বিডিআর জওয়ানদের নারকীয় হত্যাকান্ডের শিকার সুনামগঞ্জের সন্তান সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল এলাহী মঞ্জুর চৌধুরী লিটনের ৫ম মৃত্যুবার্ষিকী আজ।
মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্বজনদের উদ্যোগে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে বাদআসর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া পারিবারিকভাবেও মরহুমের গ্রামের বাড়ি ও শহরের হাসননগরের বাসায় দোয়া মাহ্ফিল হবে।
প্রসঙ্গত, ২০০৯ সালে বিডিআর বিদ্রোহে এলাহী মঞ্জুর চৌধুরীসহ ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন।
এলাহী মঞ্জুর চৌধুরী সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। মরহুমের অগ্রজ অ্যাডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি।