সুনামগঞ্জে হচ্ছে মাদক সন্ত্রাসের বিরুদ্ধে তারুণ্যের বসন্ত উৎসব

সুনামগঞ্জ শহরে এই প্রথম মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে তারুণ্যের বসন্ত উৎসব হচ্ছে।

১ মার্চ সন্ধ্যায় সরকারি জুবিলি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসবের মধ্যমণি হয়ে যোগ দিচ্ছেন সাবেক রাষ্ট্রপতি, কবি হুসেইন মুহম্মদ এরশাদ।

অরাজনৈতিক সংগঠন আড্ডা, লিটল ম্যাগাজিন চৈতন্য, একটিভ সিটিজেন ইয়থ নিডার্সের যৌথ উদ্যোগে তারুণ্যের এ বসন্ত উৎসবের লক্ষ্য হলো মাদক-সন্ত্রাসের অন্ধকার পথ থেকে তরুণ সমাজকে ঐতিহ্যের আলোর পথে ফিরিয়ে আনা।

এ অরাজনৈতিক তারুণ্যের বসন্ত উৎসবে বরেণ্য অতিথি হিসেবে যোগ দিচ্ছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়সার, সাবেক ডাকসু ভিপি মাহমুদুর রহমান মান্না, এফবিসিসিআইর সাবেক সভাপতি, একসময়ের জনপ্রিয় টিভি তারকা আনিসুল হক, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান। সভাপতিত্ব করবেন প্রবীণ আইনজীবী, গবেষক আবু আলী সাজ্জাদ হোসাইন।

তারুণ্যের হয়ে কথা বলবেন স্থানীয় সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।

অতিথি হয়ে আরও যোগ দেবেন বুলবুল জিলানি চৌধুরী, চিত্র পরিচালক খন্দকার কামরুল হক শামীম ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ।

তরুণদের উদ্দেশে উপদেশমূলক বক্তব্য দেবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক পরিমল কান্তি দে।

উৎসবকে কবিতা, নৃত্য ও স্থানীয় জাতীয় শিল্পীদের গানে গানে বর্ণাঢ্য করে তুলতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় তরুণ-তরুণীরা উপস্থাপন করবেন তাদের স্বপ্ন-ভাবনা।

x