বিপিএলের রায়ে দোষী আশরাফুলসহ চারজন
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) রায়ে দোষী প্রমাণিত হয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, শ্রীলঙ্কান ক্রিকেটার কৌশল লকুয়ারাচ্চি ও নিউজিল্যান্ডের ক্রিকেটার লু ভিনসেন্ত। এছাড়া শিহাব চৌধুরীর ব্যাপারেও প্রমাণ মিলেছে।
বাকি পাঁচজন মাহবুবুল আলম রবিন, মোশাররফ রুবেল, গৌরব রাওয়াত, ড্যারেন স্টিভেন, মোহাম্মদ রফিক, সেলিম চৌধুরীর বিরুদ্ধে অপরাধ পাওয়া যায়নি।
তাদের বিষয়ে সন্ধ্যা সাতটায় বিচারিক সিদ্ধান্ত নেওয়া হবে।